বজ্রকথা প্রতিনিধি।– ২৯ অক্টোবর/২৩ খ্রিঃ রবিবার সন্ধ্যায় রংপুরের ভিআইপি হাউজে অঞ্জলিকা সাহিত্যপত্রের কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের অন্যতম প্রধান কবি, “আমার এ দু’টি চোখ পাথর তো নয় ,তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়/ কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়” গানের স্রষ্টা কবি জাহিদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী , সমাজ সেবক ভিআইপি শাহাদৎ হোসেন, কবি ও সমাজ সেবক দিলরুবা শাহাদৎ ।
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রর আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও বিশষ্ঠ সাংবাদিক ,কবি মাহবুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কবিতা সন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠ করেন , কবি ও গীতিকার এস এম আব্দুর রহিম, কবি সাহিদা মিলকি, কবি সিরাজ , সাহিনা সুলতানা, কবি ড. নাসিমা বেগম , কবি পূর্ণিমা রাজ, কবি পারভিন আকতার,কবি তৈয়বুর রহমান,কবি মাহফুজার রহমান, কবি যোসেফ আক্তার,কবি সুফি জাহিদ হোসেন,কবি নাঈমা নিমো ,কবি চৌধুরী আসাদ,কবি আব্দুল কুদ্দুস, কবি সরকার তোফাজ্জল হোসেন, কবি সোহেব দুলাল, কবি সেলিনা আক্তার শেলী,কবি আফরোজা বেগম,কবি সুলাইমান আলী। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী রওশন আরা সোহেলী ও বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক সুলতান আহমেদ সোনা।
এদিন অনুষ্ঠানে অঞ্চলিকা সাহিত্য পত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ তার লেখা কবিতা পাঠ করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।
শেষে কবি জাহিদুল হক কবিতা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। পরে স্থানীয় কবি লেখকরা তাদের লেখা বই কবি জাহিদুল হককে উপহার দেন।
Leave a Reply