মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে ঐতিহ্যবাহি ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াঘাটে হলুদ সরিষার ফুলে সেজেছে ফসলের মাঠ বিরলে নতুন বছরের শুরুতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ পার্বতীপুরের পুরাতন বাজার হাট জামে মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল   যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে শীতের কম্বল বিতরণ  পীরগঞ্জে কালের কন্ঠের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন পীরগঞ্জে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক শিক্ষক গ্রেফতার ঘাড়াঘাট প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে আগামীকাল শনিবার বিভাগীয় সাংবাদিক সমাবেশ  রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নিয়োগ দেয়ার চেষ্টা 

অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন শুরু হচ্ছে – তথ্যমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৫৭৭ বার পঠিত

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, বহু প্রতীক্ষিত অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন শুরু হচ্ছে। যেসব অনলাইন নিউজপোর্টালের পক্ষে সরকার নির্ধারিত সংস্থাসমূহের অনাপত্তি পাওয়া গেছে, সেগুলো প্রাথমিক রেজিস্ট্রেশনের অনুমতি পাবে। ৩০ জুলাই সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।
ড. হাছান মাহমুদ বলেন, তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে তালিকা আপলোড হবে, সেখানে অনেক প্রতিষ্ঠিত অনলাইনের নাম হয়তো দেখা যাবে না। এর মানে এই নয় যে তাদের ব্যাপারে ‘রিপোর্ট নেগেটিভ’। তাদের ব্যাপারে এখনো প্রতিবেদন না পৌঁছানোই এর কারণ। তিনি বলেন, পরবর্তীতে অন্যান্য অনলাইন নিউজপোর্টালের ব্যাপারে অনাপত্তি প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোকে নিবন্ধনের অনুমতি দেওয়া হবে। তাই এ বিষয়ে কোনো উদ্বেগের কারণ নেই। কারও নাম বাদ পড়লেও হতাশ হওয়ার কারণ নেই। কারণ সাড়ে ৩ হাজারের মধ্যে মাত্র কিছু নাম প্রথম আপলোড হবে। এটি চলমান প্রক্রিয়া।
তথ্যমন্ত্রী আরো বলেছেন, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় কিছু অনলাইন পোর্টাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো, চরিত্র হনন এবং সাম্প্রদায়িক উসকানি দেওয়ার কাজে লিপ্ত হয়। এ বিষয়গুলোকে মাথায় রেখেই তদন্ত করা হয়েছে। যারা ইতিপূর্বে এগুলো করেছেন, তাদের ব্যাপারে সেই ধরনের রিপোর্টই আসছে। যেগুলোর ব্যাপারে ‘ নেগেটিভ রিপোর্ট’ আছে, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যারা যে ধরনের কাজ করেছেন, সেই ধরনের রিপোর্টই আসছে। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা অনলাইনগুলো রেজিস্ট্রেশন দিচ্ছি।
তথ্যমন্ত্রী বলেন, আশা করি সব অনলাইন পোর্টাল সম্মিলিতভাবে দেশ গঠনের জন্য কাজ করবে। যারা আগে ভুল পথে হেঁটেছেন, তারা নিজেদের সংশোধন করে নেবেন-এটিই আমাদের প্রত্যাশা, জাতিরও প্রত্যাশা।
এ সময় তথ্যসচিব কামরুন নাহার, যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com