নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চেহেলগাজী শিক্ষা নিকেতন (স্কুল এন্ড কলেজ)। স্কুলটি ২০০৪ সালে তৎকালীন বিদ্যালয় কর্তৃপক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো উপেক্ষা করে হঠকারীভাবে আংশিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো অনুযায়ী অবৈধভাবে বিভিন্ন বিষয়ে ৫ জন শিক্ষক নিয়োগ দেয়। ইংরেজি, বাংলা, কম্পিউটার, সাধারণ ও জুনিয়র পদে এই পাঁচজন শিক্ষক নিয়োগ দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন যাবত তদবিরের পরও নিয়োগকৃত পাঁচজনের কাম্য যোগ্যতা না থাকায় এমপিওভুক্ত হয়নি।
একটি সূত্র জানিয়েছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক নিয়োগ পাওয়ার পর মো. মকবুল হোসেন কিসের বিনিময়ে গভর্ণিং বডিকে উপেক্ষা করে শুধুমাত্র সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক মাকসুদা পারভীন এর এমপিও ভুক্তির জন্য ফাইল পাঠালেন। যদিও ফাইলটি ইতিমধ্যে রংপুর ডিডি অফিস থেকে ৬ বার বাতিল করা হয়েছে। তবুও তিনি বারবার ফাইলটি ডিডি অফিসে পাঠাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সুত্রটি আরও জানায়, বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল ইসলাম তার ডিগ্রীতে ৩০০ মার্কস এর বাংলা বিষয় না পড়েই বাংলা শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এর সত্যতা তিনি স্বীকারও করেছেন। কিন্তু ২০০৪ সালের নিয়োগ প্রক্রিয়ায় মাকসুদা পারভীনের পরিপত্র অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা ছিল না। মাকসুদা পারভীন শুধুমাত্র স্নাতক পাশ ছিলেন। জনবল কাঠামো অনুযায়ী তার প্রয়োজনীয় বিএড ডিগ্রী ছিল না। তবে নিয়োগের ২ বছর পর ২০০৬ সালে বাতিলকৃত বিশ্ববিদ্যালয় শান্তা মারিয়াম থেকে বিএড পাশ করেন। কিন্তু ২০০১ সালের ২৩ ডিসেম্বর রবিবার এমপিও সংশোধনের জন্য সভা অনুযায়ী এবং ২০০৩ সালের ১৭ মার্চ তারিখের অফিস আদেশ অনুযায়ী গত ১৯৯৫ সালের ২৪ অক্টোবর তারিখের পর থেকে বৈধকরণ প্রক্রিয়া বিধি মোতাবেক অকার্যকর হয়েছে বলে বিবেচিত হবে। এর অর্থ দাড়ায়-জনবল কাঠামোর নির্দেশনা মোতাবেক সরাসরি নিয়োগ করতে হবে। এছাড়া মাকসুদা পারভীনের বর্তমানে এনটিআরসিএ সনদপত্রও নেই। গত ২০০৯ সালের ৬ আগষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাকসুদা পারভীনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ফাইলটি বাতিল বলে গন্য করেন। এরপরও এই মাকসুদা পারভীনের ফাইলটি বারবার শিক্ষা অফিসে পাঠাচ্ছেন প্রধান শিক্ষক। তার এমপিওভুক্তির সুপারিশ না করার জন্য গত সপ্তাহে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম এর নিকট একটি লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকবৃন্দ লিখিত অভিযোগে জানিয়েছেন, মন্ত্রণালয় কর্তৃক শাখা অনুমোদনের পূর্বেই শাখা ‘সামাজিক বিজ্ঞান’ মাকসুদা পারভীনের ২০০৪ সালে নিয়োগ হয়েছে, যা পরিপত্র পরিপন্থী। অথচ ২০১১ সালের ১৩ নভেম্বর মন্ত্রণালয় কর্তৃক ও ২০১৪ সালের ২৪ এপ্রিল শিক্ষাবোর্ড কর্তৃক এমপিও না দেওয়ার শর্তে ৫টি শাখার অনুমোদন পায় বিদ্যালয়টি। সেই বোর্ডের অনুমোদনপত্রে উল্লেখ আছে, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে নিয়োগপ্রাপ্ত হতে হবে। কিন্তু নিয়োগকালীন সময়ে মাকসুদা পারভীনের নিয়োগপত্র ও যোগদানপত্রে সাধারণ পদ উল্লেখ আছে। কোন শাখা শিক্ষক উল্লেখ নাই। তারপরও বর্তমানে শাখা সামাজিক বিজ্ঞান হিসেবে এমপিওভুক্তির ফাইল পাঠিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। লিখিত অভিযোগে আরও জানা গেছে, গত ২০০৪ সালের ১৮ আগস্টে নিয়োগের বিজ্ঞপ্তিটি কোন জাতীয় পত্রিকায় দেয়া হয়নি। শুধুমাত্র দিনাজপুরের একটি স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় যথাযথ কাম্য যোগ্যতা উল্লেখ করেনি। এছাড়া জেলা শিক্ষা অফিসারের অনুমতিপত্রে শাখা শিক্ষক নিয়োগের কোন উল্লেখ ছিলো না। তারপরেও নিয়োগ বিজ্ঞপ্তিতে নতুন শাখা উল্লেখ করেছেন বলে জানান অভিভাবকেরা।
অভিযোগে আরও জানান, গত ২০১৯ সালের ২৪ নভেম্বর এমপিওভুক্তির লক্ষে নিয়োগকৃত পাচজনের প্রত্যেকের জীবন বৃত্তান্ত, কোন বিষয়ে নিয়োগ, নিয়োগকালীন সময়ে কাম্য যোগ্যতা, আরও প্রয়োজনীয় কাগজপত্র জেলা শিক্ষা অফিসারের নিকট পাঠিয়ে দেন রংপুর শিক্ষা অফিসের উপ পরিচালক। আর জেলা শিক্ষা অফিসার প্যাটার্ন বহির্ভুত এবং শাখা খোলার আগেই নিয়োগ নিয়ম বহির্ভুত বলে মতামত জানিয়ে দেন। সেই মতামতের প্রেক্ষিতে গত ২০২০ সালের ১ নভেম্বরে কর্তৃপক্ষের রেজুলেশন অনুযায়ী তাদের এমপিওভুক্তির ফাইল কখনও পাঠানো যাবে না মর্মে ৩শ টাকার স্ট্যাম্পে অঙ্গিকার নামা দেন। এছাড়াও ২০০৪ সালে নিয়োগের সময় নিয়োগ কমিটির অনুমোদন ছিল না। বর্তমানে ২০০৪ সালের নিয়োগের সময় কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে নিয়োগ কমিটির অনুমোদন রেজুলেশন তৈরী করেছেন বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের অভিভাবকেরা।
২২ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৭টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন মুঠোফোনে প্রতিবেদককে বিদ্যালয়ে আমন্ত্রন জানিয়ে আর এ বিষয়ে প্রশ্নের সদুত্তর না দিয়েই কলটি কেটে দেন।
Leave a Reply