বজ্রকথা ডেক্স।- গত ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলী, দলের ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা মহামারীর এ সময় বিএনপি-জামায়াত জনগণের পাশে না দাঁড়িয়ে অবৈধ পথে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে । তিনি তার বক্তব্যে আরো বলেছেন, তারা গণবিরোধী ও দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণকে সঙ্গে নিয়েই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেছেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের আবেগ ভালোবাসা আশা-আঙ্খাককে ধারণ করে। কাজে-কর্মে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। ষড়যন্ত্রের রাজনীতি বরদাস্ত করে না কিন্তু বারবার আওয়ামী লীগই ষড়যন্ত্রের শিকার হয়।তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে। বিএনপি-জামায়াত জোট নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দন্ড প্রাপ্ত একজন আসামি। করোনা সংক্রমণকালে প্রধানমন্ত্রী সর্বোচ্চ মানবিকতা ও উদারতার পরিচয় দিয়ে তাকে জামিনে মুক্তির ব্যবস্থা করেন। এ মানবিকতা বা উদারতাকে বিএনপি দুর্বলতা মনে করলে ভুল করবে।বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত এ সভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে আওয়ামী লীগে জায়গা না পায় তার জন্য দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে।
Leave a Reply