আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছরের মতো স্থগিত করেছে। এমন সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি লাভবান হবে। এবারের আইপিএলও তারা আয়োজন করতে পারবে। তা ছাড়া আগামী তিন বছরে অনুষ্ঠিতব্য তিনটি বিশ্বকাপের মধ্যে দুটিই হবে ভারতে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেছে ২০২১ সালে। এরপর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ভারতে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজকও থাকবে ভারত।
ভারতীয় বোর্ড চায়, পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে। আর ২০২২ সালের টুর্নামেন্টটি হোক অস্ট্রেলিয়ায়। অন্যদিকে অস্ট্রেলিয়াও দাবি জানিয়েছে, সামনের বছরের বিশ্বকাপ তাদের দেশে হোক। পরেরটা করুক ভারত। এদিকে সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ড চায় না পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে। তাহলে তাদের বাণিজ্যিক ক্ষতি হতে পারে। জানা গেছে, নতুন আইসিসি প্রধান এবং তাঁর অধীনে নতুন কমিটি এসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সামনের বছরের ফেব্রুয়ারিতে মেয়েদের বিশ্বকাপ আছে নিউজিল্যান্ডে। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ বছরের শুরুর দিক থেকে শেষে নিয়ে যাওয়া হচ্ছে। ২০১১ সালে শেষবার দেশের মাটিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। আইসিসি নিশ্চিত করেছে, ২০২১ এবং ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে পর-পর দুই বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আবার ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ, তিন বছরে তিনটি বিশ্বকাপ।
Leave a Reply