গত ২ সেপ্টেম্বর দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আগে ঈমান ঠিক করেন। তারপরে আন্দোলনের কথা বলেন। যেদিন বলতে পারবেন ‘মরতে হয় মরব, গণতন্ত্র আনব।’ সেদিনই দেশ ও গণতন্ত্র মুক্তি পাবে। বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। কাজেই ঘরে বসে আন্দোলনের কথা বললে আর সময়মতো মাঠে না নামলে, টেলিফোন বন্ধ করে রাখলে কখনো আন্দোলন হবে না। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বিকৃত করে তাদের মস্তিস্কই বিকৃত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লিখতে গেলে জিয়াউর রহমানের নাম ছাড়া কখনই সেটা পূর্ণাঙ্গ হবে না। সেই ইতিহাস বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
Leave a Reply