সাবেক রাশিয়ার দুটি দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে মারাত্মক সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। সেই সাথে নাগর্নো-কারাবাখের অঞ্চলে দ্বিতীয় দিনের মতো তীব্র গোলাগুলি চলছে। এই ঘটনায় দু’দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। খবর আল-জাজিরা।সংবাদমাধ্যমে বলা হয়, নাগর্নো-কারাবাখ অঞ্চলটির পক্ষ থেকে বলা হয়েছে, আজারবাইজানের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে আরো ২৮ জন সেনা সদস্য নিহত হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে। সোমবার নাগর্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ান এবং আজারি বাহিনীর মধ্যে দ্বিতীয় দিনের মতো তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। সোমবার দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে ভারী গোলাবর্ষণের অভিযোগ এনেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।
Leave a Reply