শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

আজ ২২ শ্রাবণ: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৬৫০ বার পঠিত

সুবল চন্দ্র দাস ।- আজ ২২ শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আজ থেকে ৭৯ বছর আগে ১৯৪১ সালের ৬ আগস্ট, বাংলা ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়া সাঁকোর ঠাকুর বাড়িতে বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন। ৮০ বছর বয়সে চলে গেলেও বাংলা ভাষা ও সাহিত্যকে হাজার বছর সামনে এগিয়ে দিয়ে গিয়েছিলেন তিনি। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এ গানের মাধ্যমে মৃত্যুকে সহজ ভাবে বরণ করার কথা বলেছিলেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। /তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে- এভাবেই রবীন্দ্রনাথ তার গানে তার আবেগ প্রকাশ করেছেন। বাংলা সাহিত্যের উজ্জ্বল ভিন্ন ধারার স্রষ্ট্রার রবীন্দ্রনাথ। চিন্তা ও কর্মের মাধ্যমে অনন্তকাল মানুষের অন্তরে জাগরূক থাকার সব উপাদান রয়েছে তার সৃষ্টি কর্মে। বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর আজীবনের সম্রাট। বাংলা সাহিত্যের মাধ্যমে বাঙালিকে তিনি বিশ্বের দরবারে পরিচিত করেছিলেন। ‘গীতাঞ্জলি’ কাব্য গ্রন্থের মাধ্যমে তিনি প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসেবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল ফাউন্ডেশন তার এই কাব্যগ্রন্থটিকে বর্ণনা করেছিল একটি ‘গভীর ভাবে সংবেদনশীল, উজ্জ্বল ও সুন্দর’ কাব্য গ্রন্থ হিসেবে। দরিদ্র কৃষককে ঋণ দেওয়ার লক্ষ্যে নোবেল পুরস্কারের অর্থে কৃষি ব্যাংকের কাজ শুরু করেন তিনি। কেবল সমাজ সচেতন নন; রাজনীতি সচেতন ব্যক্তিত্বও ছিলেন তিনি। বঙ্গভঙ্গ রদ করার দাবিতে তিনি হিন্দু-মুসলমানদের নিয়ে রাখিবন্ধন কর্মসূচিতে রাজপথেও নেমে আসেন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধি দিলেও ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ান ওয়ালাবাগে ব্রিটিশ বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন। শিক্ষানুরাগী রবীন্দ্রনাথ শিক্ষা বিস্তারে শান্তি নিকেতন ও বিশ্ব ভারতী প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলা একাডেমি ও ছায়ানটের আলোচনা, বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পৃথক কর্মসূচি রয়েছে। তবে করোনা মহামারির কারণে এবার সম্পূর্ণ ভিন্ন আবহে দিবসটি পালিত হচ্ছে। সব অনুষ্ঠানই এবার অনলাইনে অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা বিশেষ লেখা প্রকাশ করেছে। টেলিভিশন চ্যানেল গুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com