নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে পল্লীশ্রীর ভ্যান র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ বুধবার উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নে পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্প এর সহযোগীতায় পলিপ্রয়াগপুর কমিউনিটি ও ইয়ুথ দলের আয়োজনে ভ্যান র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
পলিপ্রয়াগপুর দাখিল মাদ্রাসা হতে ভগবতপুর, শ্রীপুর, চন্ডিপুর, দূর্গাপুর হয়ে পলিপ্রয়াগপুর এসে র্যালিটি শেষ হয়। র্যালীটি উদ্বোধন করেন পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান মো. রহমত আলী। ভ্যান র্যালীটি প্রদক্ষিনের সময় টাটকপুর, চন্ডিপুর, ভগবতপুর ও শ্রীপুরে পথসভা অনুষ্ঠিত হয়।
পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা সাজেদুল ইসলাম সুজন এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আরজু হান্ন, মো. শাকিল বাবু, ইয়ুথ সদস্য মিথিলা, মুন্না, কমিউনিটি সদস্য নাজমা, সুইটি ও নুরী সুলতানা।
পথসভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা অনেক বৃদ্ধি পেয়েছে সহিংসতা বন্ধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে বাল্যবিয়েকে না বলি কেউ দিতে চাইলে প্রতিরোধ গড়ে তুলি প্রয়োজনে আইনের সহযোগিতা নেই।
Leave a Reply