বজ্রকথা প্রতিবেদক।- গত ১১ ও ১২ জানুয়ারী/২২ খ্রি: মঙ্গলবার ও বুধবার দুই দিনে রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে ঘন কুয়াশা ও তিব্র ঠান্ডা ছিল সাথে ছিল বিন্দু বিন্দু বৃষ্টি। বুধবার রাত ১০টার পর হতে হালকা বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ঠান্ডা খানিকটা কমে গেছে এবং বেলা ১০টার মধ্যে রোদের দেখা মিলেছে। তার পরেও দেশের কোন কোন অঞ্চলে মৃদু শৈতপ্রবাহের সম্ভবনা রয়েছে বলে জানা গেছে। আবহাওয়াবিদরা আশা করছেন আগামী শনিবার থেকে এ অবস্থার উন্নতি হবে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে।
Leave a Reply