বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জের ধর্মদাসপুরে বাড়িতে হামলা মার ডাং এর ঘটনা থানায় অভিযোগ দায়ের নবাবগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত  দিনাজপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দিনাজপুরে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অগ্নিকান্ডের দায়ভার বনবিভাগকেই নিতে হবে- সংবাদ সম্মেলনে বক্তারা রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক একীভূতের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন পীরগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন জীবনের ঘাত-প্রতিঘাত উপভোগের মানসিকতা থাকতে হবে

আমার কুরবানী রাব্বুল আলামিনের জন্য নিবেদিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৫১৯ বার পঠিত
লেখক: হাফেজ মাওলানা আবু সুফিয়ান

-হাফেজ মাওলানা আবু সুফিয়ান

কুরবানী আরবী শব্দ । “কুরবুন” থেকে উদগত।এর অর্থ নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া।
তবে ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানী বলা হয় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্ধারিত জন্তুকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে যবেহ করাকে।
কুরবানীর মূল উদ্দেশ্য হচ্ছে, এই আমলের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ কররা। মানবজাতির সূচনালগ্ন হযরত আদম (আঃ)এর যামানা থেকেই কুরবানীর প্রথা বিদ্যমান ছিলো। হযরত আদম (আঃ)এর পুত্র হাবিল কাবিলের মাধ্যমে কুরবানীর সূচনা হয়ে থাকে। আল্লাহ তাআলা তাদের কুরবানী বিষয়ক এই ঘটনা কুরআনুল কারীমে বিশদভাবে বর্ণনা করেছেন এবং রাসূল (সাঃ)কে এই ঘটনা উম্মতের নিকটে যথাযথভাবে বর্ণনা করার নির্দেশও প্রদান করেন। কুরবানীর সূচনা হযরত আদম (আঃ)এর পুত্রদ্বয় হাবিল কাবিল থেকে হলেও উম্মতে মুহাম্মদীর সম্পর্ক হযরত ইবরাহীম (আঃ)এর পুত্র কুরবানীর অবিস্মরণীয় ঘটনার সাথে। সেই ঘটনার স্মারক হিসেবেই উম্মতে মুহাম্মদীর উপরে কুরবানী ওয়াজিব করা হয়েছে। কুরবানীর তাৎপর্য ও উদ্দেশ্য বুঝবার জন্য এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ।
হযরত ইবরাহীম (আঃ)তার জীবনের প্রায় পুরো সময়টা কাটিয়ে দেন নিঃসন্তান অবস্থায়। অবশেষে তার বয়স যখন ৮৬ বছর তখন তিনি আল্লাহর কাছে দুআ করলেন “পরওয়ার দেগার! আমাকে সৎ পুত্র সন্তান দান করো। ” তাঁর এই দুআ কবুল হয় এবং আল্লাহ তাআলা তাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দেন। বৃদ্ধ বয়সের এই সন্তান লালন-পালনের দীর্ঘ কষ্ট সহ্য করার পর যখন বিপদে-আপদে, কাজেকর্মে সাহায্য করবার মত উপযুক্ত বয়সে পৌঁছলো তখন আল্লাহর পক্ষ থেকে হযরত ইবরাহীম (আঃ)নির্দেশ পেলেন, পুত্রকে কুরবানী করার। এই ঘটনা সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন-“অতঃপর যখন পুত্র পিতার সঙ্গে চলা ফেরার মত বয়সে উপনীত হলো, তখন ইবরাহীম (আঃ)বললেন, হে আমার পুত্রধন! আমি স্বপ্নে দেখেছি যে, তোমাকে যবেহ করছি। তুমি ভেবে দেখো কি করবে? সে বললো, হে পিতা! আপনাকে যে নির্দেশ দেয়া হয়েছে, তা আপনি পালন করুন। ইনশাআল্লাহ! আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ” (সূরা সফফাত-১০২) অতঃপর হযরত ইবরাহীম আঃ এই স্বপ্ন সত্যি পরিণত করে করে দেখালে আল্লাহ তাআলা তাঁর উপরে সন্তষ্ট হয়ে যান, এবং জিব্রাইল (আঃ)কুরবানীর জন্য একটি বেহেশতী দুম্বা নিয়ে উপস্থিত হন। অবশেষে তাই কুরবানী করলেন হযরত ইবরাহীম (আঃ)। এই থেকে উম্মতে মুহাম্মদীর উপরে উপরে এলো কুরবানী। ইরশাদ হচ্ছে-“আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ সবই রাব্বুল আলামীনের জন্য নিবেদিত।”
(সূরা আনআম-১৬২)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com