আসাম(ভারত) থেকে পুর্ণিমা দেবী।- আসাম রাজ্যের পশ্চিম কার্বি আংলং জিলার ডংকামোকামে গত ইংরাজি ৯ জানুয়ারী/২১খ্রি: রবিবার অসম সাহিত্য সভার পশ্চিম কার্বি আংলং জেলা সাহিত্য সমিতির দ্বিতীয় দ্বি বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি সভারাম বরা। পশ্চিম কার্বি আংলং জিলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সাহিত্যক রাণা কাফ্লের আপ্রাণ প্রচেষ্টায় অনুষ্ঠানটি সর্বাংগসুন্দর হয়ে উঠে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট কবি-সাহিত্যিক বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক সুলতান আহমেদ সোনা‘র কবিতা গ্রন্থ “নদী জল কষ্ট ” কবি পূর্ণিমা দেবীর দ্বারা অসমীয়া অনুবাদ *নদী জল কষ্ট * এর মোড়ক উন্মোচন করা হয় । উন্মোচন করেন আসামের বিশিষ্ট সাহিত্যিক এবং জয়ছিং হান্সে পুরস্কার প্রাপ্ত টংক কোঁবর । অনুষ্ঠানে আসামের বিশিষ্ঠ কবি, সাহিত্যিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply