ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ওমর আলী শেখকে সরকারি বাসভবনে নির্মম ও বর্বরোচিত হামলার শিকারের ঘটনার সাথে সম্পৃক্ত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার হিলি-ঘোড়াঘাট সড়কের ডুগডুগীহাটে ঘন্টাব্যাপি স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, পালশা ইউপি চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ওহাব মোল্লা ও মশিউর রহমান সহ আরো অনেকে। মানববন্ধনে উপজেলার ডুগডুগী হাটের ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
Leave a Reply