এস এ মন্ডল।- উত্তরাঞ্চলের গ্রাম গুলোতে বর্ষাকালে মাছ ধরার জন্য যতগুলো যন্ত্র ব্যবহার করা হয়, তার মধ্যে বাঁশের শলাকা দিয়ে তৈরী দাড়কি অন্যতম। “দাড়কি” একটি মাছ ধরা ফাঁদ এর নামে। গ্রামে যারা বাঁশ দিয়ে ঝাড়ু, ডালি, কুলা,চালা, চালুন বানিয়ে থাকেন তাদের মধ্যে কিছু কারিগর মাছ ধরা ফাঁদ তৈরী করতে ওস্তাদ। দাড়কি তরলা বাঁশেল কাঠি বা শলাকা দিয়ে তৈরী করা হয়। দাড়কি নানা সাইজের হয়ে থাকে। এই যন্ত্র লম্বায় দুই ফুট থেকে ১০ ফুট পর্যন্ত লম্বা হয়। উচ্চতায় ১২ ইঞ্চি থেকে ১৮ ইঞ্চি হতে পারে। দাড়কি দিয়ে পগার, নালা, বা আইলেও মাছ ধরা যায়। যে জায়গা দিয়ে বর্ষায় স্্েরাত যায়, বা মাছ যাতায়াত করে এমন জায়গাতে দাড়কি পেতে রাখলে দেশিয় ছোট মাছ ধরা পড়বেই। বিশেষ করে দাড়িকা, চেলা, খলিসা, পঁুিট, চিংড়ি মাছ ধরা যায়। বিলে বা খালে যে খানে শুকনা কালে হাটু পানি থাকে সেখানেও দাড়কি পাতা য়ায়। একটি দাড়কির একাধীক প্রকষ্ট থাকে। এবং মাছ প্রবেশের জন্য চোঁখ বা পথ থাকে, যে পথ দিয়ে মাছ একবাদ দাড়কিতে ঢুকে পড়লে আর বের হতে পারে না। এ অঞ্চলে দাড়কির চাহিদা বাড়ে বর্ষার গতি মতির উপর। তার পরেও বৈশাখ থেকে কার্তিক পর্যন্ত দাড়কির চাহিদা থাকে। আজ থেকে ৩০ বছর আগে একটা দাড়কির দাম ছিল ৫ থেকে ৭ টাকা; বর্তমানে এর দাম ১০০টাকা। বড় গুলোর দাম আরো বেশি। পীরগঞ্জে দাড়কি একটি জনপ্রিয় মাছ ধরা ফাঁদ।
Leave a Reply