রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প নাড়া দিয়েছে 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

রংপুর  থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুর মহানগরীসহ জেলা ও বিভাগের পার্শ্ববর্তী জেলাগুলোতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে প্রথমে মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর কয়েক সেকেন্ড পর দ্বিতীয়বারের মতো একটু বেশি মাত্রায় ভূকম্পন অনুভূত হয়। এ সময় রংপুরসহ আশপাশের এলাকাগুলো কেঁপে উঠে।
পরপর দুইবার ভূকম্পনের ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে বাসা-বাড়িসহ বহুতল ভবন থেকে তাড়াহুড়ো করে নিচে নেমে আসতে দেখা যায়। তবে কোথাও কোনো হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ২। আর এর উৎপত্তিস্থল ভারতের আসামের মেঘালয় গোয়ালপাড়া। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল।
তিনি আরও বলেন, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৩৬ কিলোমিটার দূরে। আর রংপুর থেকে এর দূরত্ব ছিল ১৫৭ কিলোমিটার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com