বজ্রকথা প্রতিনিধি।– দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিয়েছে মানুষ। রংপুরের পীরগঞ্জেও বিপুলভোটে বিজয়ী হয়েছে নৌকা।
রংপুর -২৪, পীরগঞ্জ-৬ আসনে নৌকার প্রার্থী শিরীন শারমিন চৌধুরী এখানে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, নৌকা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
এখানে স্পিকারের নিকটতম সতন্ত্রপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন (ট্রাক প্রতীক) ৩৬ হাজার ৮৩২ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে পেয়েছেন, নুরে আলম মিয়া যাদু (জাতীয় পার্টি) ৯০১৬ ভোট। তাকিয়া জাহান চৌধুরী সতন্ত্র (কাঁচি) ৪৭৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ হুমায়ুন ইজাজ লেভিন (আম) পেয়েছেন ৩২১ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির মোঃ জাকারিয়া হোসেন (হাতঘড়ি) পেয়েছেন ১৮৪ ভোট। বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মোঃ মাহবুব আলম (ডাব) পেয়েছেন ১৬৯ ভোট।
পীরগঞ্জ উপজেলার ১১১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে,১৫৮৪২৪ ভোট। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ২৭৮৮ ভোট। মোট বৈধ ভোট ১৫৫৬৩৬।
রংপুর –৬ আসনে সুষ্ঠভাবে, সুন্দর পরিবেশ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
নৌকার এই বিজয়ে এলাকার মানুষ জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply