কনক আচার্য ।- উপজেলা পীরগঞ্জে পাট অধিদপ্তরের কাজ কর্ম জোড়া তালি দিয়ে চলছে।অদক্ষ্য ব্যবস্থপনার ফল, কৃষকরা পাট চাষ করে এখন পর্যন্ত সার পায়নি । জানা যায় পীরগঞ্জ (রংপুর) অফিসের অধীনে ১৯-২০ অর্থ বছরে একটি পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে ১২৫ জন করে ২০০০ কৃষককে পাট চাষের জন্য নির্বাচিত করা হয়। কিন্তু এই কৃষকদের মধ্য থেকে মাত্র ২০০ জন কৃষককে পাট চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
৩৩ শতাংশ জমিতে পাট আবাদের জন্য তালিকাভুক্ত কৃষকদেরকে পাট বীজ তোষা ১ কেজি, প্রদান করা হয় বলে জানিয়েছেন উপ-সহকারী পাট কর্মকর্তা চায়না বেগম।
এ ছাড়াও কৃষকদেরকে ইউরিয়া সার- ৬ কেজি, টিএসপি -৩ কেজি এমওপি -৩ কেজি করে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কৃষকরা কোন সার পায়নি। অথচ ইতো মধ্যে কৃষকরা পাট কাটা, পঁচানো ও শুকনোর কাজ শেষ করেছেন। এ ব্যাপারে উপ-সহকারী পাট কর্মকর্তা চায়না বেগম জানিয়েছেন, সব ইউনিয়নে সারা দেওয়া হয়েছে শুধু ৫ নং মদনখালী, ৬ নং টুকুরিয়া, ১০ নং শানের হাট এবং ১৩ নং রামনাথপুর এই ৪ ইউনিয়নের ৫০০ কৃষকরা সারা পায়নি। তিনি জানান শিঘ্রই সার সরবরাহ করা হবে।
পাট আবাদ শেষ এখন সার নিয়ে কৃষক কী করবে ? এমন প্রশ্নের উত্তরে চায়না বলেন, কেন ধানে দেবে।
Leave a Reply