আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহরের উপশহর আন্তঃব্লক ফুটবল টুর্ণামেন্টে পঞ্চম দিনের খেলায় পুরাতন ৬নং ব্লক ১-০ গোলে হারালো ৮নং ব্লক দলকে।
৫ জানুয়ারি বুধবার বিকেলে দিনাজপুর শহরের উপশহর তফিউদ্দিন হাই স্কুল মাঠে টুর্নামেন্টের পঞ্চম খেলার উদ্বোধন করেন উদয়ন সংঘের আহবায়ক আব্দুস সবুর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় শহিদুল হক সেন্টু, ইকবাল হোসেন, নূর আলম হক খোকন, গরীব নেওয়াজ দুলাল, নিয়ামত উল্লাহ, মুক্তি, খোকনসহ আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।
পঞ্চমদিনের খেলায় পুরাতন ৬নং ব্লক দলের খেলোয়াড়দের নৈপুণ্যতায় ১-০ গোলে হেরে যায় ৮নং ব্লক দল। বৃহস্পতিবার উপশহরের তফিউদ্দিন স্কুল মাঠে ৬ষ্ঠদিনের খেলায় প্রতিদ্বন্ধীতা করবে ৭নং ব্লক দল বনাম কুয়েতিপাড়া দল।
Leave a Reply