রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

একটি মহল দুর্নীতি বিরোধী অভিযানের অন্ধ সমালোচনায় লিপ্ত : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫৪৩ বার পঠিত

বজ্রকথা ডেক্স : বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুরু থেকেই একটি মহল সরকারের বিরুদ্ধে বিষোদগার করাকেই দেশ ও জনগণের প্রতি তাদের দায়িত্ব পালনের ব্রত করে নিয়েছে। তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সমর্থন ও সহযোগিতা না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে। শনিবার সংসদ ভবনের তার সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপি বলছে, সরকার না-কি অনিয়মকারীদের পৃষ্ঠপোষকতা করছে। অথচ বিএনপির আমলেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। দেশ ছিল দুর্নীতি বাজদের অভয়ারণ্য। যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিল, তাদের মুখে বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানকে ‘নাটক’ বলে পরিহাস করা মানায় না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এদেশের রাজনীতিতে সততার প্রতীক বঙ্গবন্ধুর পরিবার। তাই সরকার ও শেখ হাসিনার অর্জন গুটিকয়েক ব্যক্তির লোভের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে না। করোনার এই সংকটে হাসপাতালগুলোর পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে না পারলে সংক্রমণ উচ্চমাত্রায় পৌঁছে যাবে বলে বিশেষজ্ঞরাও আভাস দিয়েছেন। এই কারণে আসন্ন ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। তিনি বলেন, সরকার ঈদে গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সবাইকে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পশুর হাট, লঞ্চ-বাস-ট্রেন, স্টেশন ও ফেরিঘাট এবং শপিং মলসহ বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মানার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসা অব্যাহত রাখতে আক্রান্তদের পাশে থেকে যারা দিনরাত সেবা দিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করে সেতুমন্ত্রী বলেন, যারা সম্মুখ সারিতে কাজ করছেন জাতির পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাই। দেশ ও জাতি তাদের এই ত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তারাই হচ্ছেন অন্যদের বেঁচে থাকার প্রেরণা। তিনি বলেন, দেশে ক্রমশ বন্যা ছড়িয়ে পড়ছে। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com