রাভী আহমেদ ।- পলিথিন পরিবেশের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে সারা দেশে। সে কারনে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। তার পরেও পলিথিন ব্যাগের উৎপাদন ও বিপনন দেধাচ্ছে চলছে। পীরগঞ্জ উপজেলাতে ইদানিং পলিথিনের ব্যবহার আরো বেড়ে গেছে। মাঝখানে এই এলাকায় পলিথিন শপিং ব্যাগের ব্যবহার কমলেও এখন আবার খোলা মেলা ব্যবহার করা হচ্ছে পরিথিন ব্যাগ। মিষ্টির দোকান, মসলার দোকান, ভুষির দোকান, মাছ বাজার, কাঁচা বাজার,ঔষধের দোকান খোতায় নেই পরিথিনের ব্যাগ। সব খানেই পাওয়া যায় পরিবেশের জঞ্জাল হিসেবে পরিচিত পলিথিন ব্যাগ। পরিবেশ সচেতন মানুষ এই পলিথিন ব্যাগ বন্ধের দাবী জানিয়েছেন।
Leave a Reply