বরাবরের মত এবারেও কর্মসূচীতে থাকছে, ৪ ফেব্রুয়ারী/২৪ খ্রি: তারিখ রবিবার সকাল ১০টায় এফসাকল মিটিং ও কমিটি ঘোষণা।
সন্ধ্যয় প্রজাপাড়া (পালপাড়া)” কমিউনিটি সেন্টারে সম্প্রীতির উঠোন সভা, কবিতা ও সঙ্গীতানুষ্ঠান।
৫ ফেব্রুয়ারী/২৪খ্রি: সোমবার বেলা ১০টায় ভেন্ডাবাড়ী ইউনিয়নের চেতনারপাড়া উচ্চ বিদ্যালয় অঙ্গনে অনুষ্ঠিত হবে ,কবি সমাবেশ, সাহিত্য-সংষ্কৃতি বিষয়ক সম্মেলন, স্মারক প্রদান অনুষ্ঠান।
৬ফেব্রুয়ারী/২৪খ্রি: মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটরীয়ামে অনুষ্ঠিত হবে “বিশ্বে শান্তির স্বার্থে এফসাকল এর ভাবনা’’ শীর্ষক” সেমিনার।
৭ফেব্রুয়ারী/২৪ খ্রি: বুধবার লেখক , কবি সাহিত্যিক, অতিথিগণ মহিয়সী বেগম রোকেয়ার জন্মভিটা পায়রাবন্দ, কারমাইকেল কলেজ, তাজহাট জমিদার বাড়ী , টাউনহল, পাবলিক লাইব্রেরী দর্শন করবেন এবং রংপুরে ভিআইপি হাউজে বিশেষ সভায় মিলিত হবেন।
ওই দিন রংপুরে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে। এবারে আরো যে সব অতিথি সম্মেলনে যোগ দেবেন এবং এফসাকল সন্মাননা গ্রহন করবেন, তাদের মধ্যে রয়েছেন আসাম (ভারত) এর বিশিষ্ঠ লেখক জ্যোতিরময়ী ডেকা, বিশিষ্ঠ লেখক ও সংগঠক মিঃ রানা কাফলে, মেঘালয় (ভারত) এর বিশিষ্ঠ শিক্ষক বাকিয়ামুন রেনঝা, নেপালের বিশিষ্ঠ সাহিত্যিক মিঃ খাগেশ্বর ঘিমির, পশ্চিমঙ্গর বিশিষ্ঠ সমাজ সেবক কামাল হোসাইন।
এদিকে একই মঞ্চে বাংলাদেশের আরো ৫জন শিক্ষক কে সম্মাননা দেবে এফসাকল। যারা সম্মাননা গ্রহন করবেন তারা হলেন, শিক্ষক আজিজুর রহমান হরিপুর,পীরগঞ্জ-রংপুর, আব্দুল জব্বার মিয়া চেতনারপাড়া পীরগঞ্জ-রংপুর, আব্দুস সালাম ভেন্ডাবাড়ী পীরগঞ্জ-রংপুর, মোঃ সিরাজ উদ্দিন চেতনারপাড়া পীরগঞ্জ-রংপুর, মোঃ নজিবর রহমান চেতনারপাড়া পীরগঞ্জ-রংপুর । এবছর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চেতনার পাড়া উচ্চ বিদ্যালয়কে সম্মান প্রদান করা হবে। একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান সাহেব আদর্শ শিক্ষক হিসেবে সম্মাননা গ্রহন করবেন।
Leave a Reply