বজ্রকথা প্রতিবেদক।- দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন, “এফসাকল-বাংলাদেশ” শাখার সভাপতি, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আজাদ ব্যক্তিগতভাবে ভারত সফর করছেন।
তার সফরসঙ্গী রয়েছেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শেখ হাসিনা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি আ স ম রফিকুল ইসলাম, মিঠাপুকুর কলেজের অধ্যাপক (অবঃ) মোঃ সোলায়মান আলী, পীরগঞ্জের বিশিষ্ঠ সমাজ সেবক খুদু সরকার।
গত বুধবার তারা পশ্চিমবঙ্গের মালদা জেলা সফর করে আসামে পৌছেন। বর্তমানে তারা মেঘালয়ে রয়েছেন এবং সেখানকার গুরুত্বপূর্ণ দশর্নীয় স্থান দর্শণ করছেন।
তারা এফসাকলের সাবেক সভাপতি ও ভারতের মেঘলয় রাজ্যের বিশেষ্ঠ লেখক, কবি ফাল্গুণী চক্রবর্তির সাথেও সৌজন্য সাক্ষ্যাৎ করেছেন বলে জানা গেছে।
Leave a Reply