ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়শন অব পুসাগের আয়োজনে বিশ্বের দীর্ঘতম আলপনা পরিদর্শন করেন গাইবান্ধা-৩ সাদুল্যাপুর পলাশবাড়ী আসনের সংসদ সদস্য এ্যড. উম্মে কুলসুম স্মৃতি। ৮ মে/২১ খ্রি: শনিবার দুপুরে গাইবান্ধার পুলিশ লাইন এর সামনের রাস্তায় পায়ে হেটে আলপনা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি বলেন, গাইবান্ধার মতো জায়গায় বিশ্বের দীর্ঘতম ১০ কিলোমিটার আলপনা আকতে পারায় পুসাগের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন গাইবান্ধা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়শন অব পুসাগের সভাপতি হুসাইন মোহাম্মদ জীম, সহ-সভাপতি সিয়াম, সাধারন সম্পাদক একে প্রামানিক পার্থ, সহ পুসাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply