দিনাজপুর প্রতিনিধি।- ঐতিহাসিক ৭ মার্চ ২০২৪ উপলক্ষে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালসহ স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা চত্বর ও কনফারেন্স রুম এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এরপর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ এফ এম নূরউল্লাহ’র সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ নুরুজ্জামানের সঞ্চালনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক ডাঃ সৈয়দ নাদির হোসেন, সাবেক অধ্যক্ষ ডাঃ কান্তা রায় রিমি, স্বাচিব এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ডাঃ মোঃ আব্দুস সালাম, সাধারন সম্পাদক সুশেন চন্দ্র রায়, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক সাইফুল রহমান নয়নসহ চিকিৎসকবৃন্দ। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
Leave a Reply