শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

কটিয়াদীতে জমি বিরোধে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯১ বার পঠিত

সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান (৬৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার জালালপুর চর নোয়াকান্দি গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নিহতের বাড়ি থেকে দুইশ’ গজ দুরে সাবেক ইউপি সদস্যের পথরোধ করে দুবৃত্তরা তাকে উপুর্যপরি কুপিয়ে আহত করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিদ্দিকুর রহমানের সাথে তার চাচাতো ভাই আবু বক্কর ও কামাল হোসেনের জমি নিয়ে বিরোধ ছিল। দীর্ঘদিন ধরে এ নিয়ে আদালতে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলছিলবর্তমানেও মামলা মোকদ্দমা আদালতে বিরাজমান রয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার চরনোয়াকান্দি খাম খেয়ালী বাজার থেকে পায়ে হেটে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে কামাল হোসেন ও বক্করসহ কয়েকজন তার ওপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।পরে নিহতের স্বজনরা মৃতদেহ কটিয়াদী মডেল থানায় নিয়ে আসলে কটিয়াদী থানার পুলিশ পুলিশ লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ঘর ফেলে রেখে পালিয়ে যায়। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে তৎপরতা চালাচ্ছে। এব্যাপারে নিহতের স্ত্রী সবুজা খাতুন বাদী হয়ে শুক্রবার কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তাকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য কটিয়াদী থানা সহ পার্শ্ববতী এলাকায় সমুহ গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়েছে। শিঘ্রই অপরাধীদেরকে গ্রেফতার করে খুনের রহস্য উম্মোচন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com