কটিয়াদী প্রতিনিধি: কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সাবিনা আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার কার্ড ও ঘর প্রদানের নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী। বুধবার জালালপুর ইউনিয়নের আনন্দ বাজারে শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। ইউপি সদস্য সাবিনা আক্তারের শাস্তির দাবি করে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া লিটন, নাহার পাশা, মোস্তাফিজুর রহমান মিশু, মোহাম্মদ বাচ্চু মিয়া, ভুক্তভোগী নার্গিস আক্তার, পরী বানু, জামেনা আক্তার প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply