কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস:।- কিশোরগঞ্জের কটিয়াদীতে অজ্ঞাত যুবতীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আচমিতা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের ধান ক্ষেত থেকে যুবতীর মরদেহটি উদ্ধার করে কটিয়াদী মডেল থানার পুলিশ। উদ্ধারের ১২ ঘন্টা পর নিহত মহিলার পরিচয় পায় পুলিশ। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ইমাম হোসেনের মেয়ে নুরুন্নাহার। যুবতীর স্বজনরা বরিবার সকালে তার পরিচয় নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, নুরুন্নাহার ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার একটি ছেলে শিশু সন্তান রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে কিশোরগঞ্জ সদরে অবস্থিত তার বোনের বাসায় আসেন। পরে তার সন্তানটিকে বোনের বাসায় রেখে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরেননি। এদিকে পরিবারের পক্ষ থেকে তাকে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আচমিতা জর্জ ইনস্টিটিউশানের পাশের ধানক্ষেতে যুবতী মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী কটিয়াদী থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে কটিয়াদী থানায় নিয়ে আসে। অজ্ঞাত যুবতীর মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা, অন্য কোথাও ধর্ষন শেষে হত্যা করে রাতের কোন এক সময় স্কুল সংলগ্নœ ধান ক্ষেতের পাশে মরদেহটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কটিয়াদী মডেল থানার ওসি এম,এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত যুবতীর মরদেহের পাশে একটি হাত ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভিতরে একটি বোরকাও ছিল। পুলিশ নিহতের পরিচয় পাওয়ার পর তার মোবাইল নাম্বারের সুত্র ধরে অভিযানে নামে পুলিশ। পুলিশ নিহত শামসুন্নাহারের তালাক প্রাপ্ত স্বামীকেও আটক করেছে বলে বিশ্বস্থ সুত্র জানিয়েছে। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
Leave a Reply