কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী, বাট্টা, করগাঁও হাওর ও পার্শ্ববর্তী প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে আধুনিক ও উন্নতমানের চক্ষু চিকিৎসা সেবার জন্য চক্ষু ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ জুন) প্রধান অতিথি হিসেবে মানিকখালী টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে চক্ষু ক্লিনিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এর মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের চক্ষু চিকিৎসা সেবায় নতুন দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা। চক্ষু ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকখালী টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের চেয়ারম্যান নুসরাত নূর। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রাস্টের উপদেষ্টা আহমেদ ইউসুফ হোসেন তপু, নির্বাহী পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এ. জে. এম ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণে মানিকখালী চক্ষু ক্লিনিক নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সংসদ সদস্য নূর মোহাম্মদ নিজে ক্লিনিকে চক্ষু পরীক্ষাসহ চিকিৎসা সেবা গ্রহণ করেন। মানিকখালী টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট সূত্র জানিয়েছে, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ক্লিনিকটিতে এলাকার সাধারণ মানুষ ৩০ টাকায় উন্নত মানের চক্ষু চিকিৎসা সেবা পাবেন।
Leave a Reply