বজ্রকথা ডেক্স।- দেশে প্রতিদিন করোনা আক্রান্তে সংখ্যা আবার বাড়ছে।১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিদিন।এরই প্রেক্ষিতে সরকারের পক্ষ হতে দুই সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে। অফিস-আদালত চালানোর জন্য আসছে আরেক দফা নির্দেশনা।
এদিকে ২১ জানুয়ারী/২২ খ্রি: শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাঁচটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে, ২১ জানুয়ারি/২২ খ্রি: থেকে ৬ ফেব্রæয়ারি/২২ খ্রি: পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্রীয়/ সামাজিক/ রাজনৈতিক/ ধর্মীয় অনুষ্ঠান ১০০ জনের বেশি নিয়ে করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন। বাজার, মসজিদ,বাসস্ট্যান্ড,লঞ্চঘাট,রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন/আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি মনিটর করবে।
বিশ্ববিদ্যালয়গুলোও সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে।এসব প্রতিষ্ঠানে এখন অনলাইনেই চলবে পাঠদান কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্রাবাস খোলা রাখা হয়েছে।
গতকাল বিকালে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকবে।
Leave a Reply