নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জের ইউএনও দীর্ঘ ১ মাস ধরে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে বর্তমানে পরিবার সহ সম্পুর্ণরূপে সুস্থ হয়েছেন।
নবাবগঞ্জে গত ২১ আগস্ট তারিখ পর্যন্ত ১৩১ জন করোনা আক্রান্ত হয়।নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম সহ সুস্হ্য হয়েছেন ৮৮ জন, মৃত্যু হয়েছে ২জন, তথ্যটি নিশ্চত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাজান আলী।
করোনার শুরু থেকেই দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার এর করোনা ভাইরাস সংক্রমণ রোধে বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ চলমান ছিল। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও তার ছোট সন্তান সহ গৃহ পরিচারিকাও আক্রান্ত হয়েছিলেন । বর্তমানে তিনি ও তার পরিবার সুস্থ রয়েছেন।
Leave a Reply