বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত হয়ে ওসি আরিফ এর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২০৫ বার পঠিত

এম এ আলম বাবলু৷- করোনাকালে অসহায় দুর্গতদের মাঝে ত্রান বিতরন, করোনা সম্পর্কে গনসচেতনা মূলক কর্যক্রর্মে অংশ গ্রহন, করোনা রোগীদের হাসপাতালে পাঠানো এমনকি করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাষ দাফনে অংশ গ্রহন করেন৷ জন কল্যানার্থে কাজ করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে নিজেকে উৎসর্গ করলেন৷  চির বিদায় নিলেন জনবান্ধব পুলিশ কর্মকর্তা তারুন্যদীপ্ত ওসি এস এম আরিফুর রহমান (আরিফ)৷
করোনার সাথে যুদ্ধ করেছেন প্রায় দুই সপ্তাহ। অবশেষে লড়াইয়ে হেরে গিয়ে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য করোনাকালের সম্মুখযোদ্ধা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) এস এম আরিফুর রহমান (৪২)।করোনা আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ২৬ আগস্ট ২০২০ খ্রি. বুধবার রাত ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি কর্তব্যরত অবস্থায় শ্বাসকষ্টজনিত কারণে গত ১৪ আগস্ট কুষ্টিয়ায় ২৫০  শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে ওই দিন রাতেই কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় প্রেরণ করা হয়।
জনাব আরিফুর রহমান ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি সরাসরি এসআই (নিরস্ত্র) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২০১৯ সালের ২২ অগাস্ট খুলনা রেঞ্জে যোগদান করেন। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে তিনি ২০১৯ সালের ৩১ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানার ওসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন৷ তার আগে তিনি রেলওয়ে পুলিশের ওসি ডিবি ও সান্তাহার রেলওয়ে থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন৷ তিনি একজন পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন৷
এস এম আরিফুর রহমান আরিফ ১৯৭৮ সালের ২৭ ফেব্রুয়ারি খুলনা জেলার রুপসা থানার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামে জন্মগ্রহন করেন৷ পিতার নাম শেখ আনিসুর রহমান৷ মৃত্যুকালে তিনি এক বছর বয়সী একমাত্র শিশু কন্যা ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন৷
২৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯ টায় তাঁর প্রথম নামাজে জানাযা কুষ্টিয়া পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়৷ পরে পুলিশের ব্যবস্হাপনায় মরদেহ তাঁর গ্রামের বাড়ী খুলনার রূপসায় পাঠানো হয়৷ সেখানে উদ্ধতন পুলিশ কর্মকর্তাদের উপস্হিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্হানে দাফন করা হয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com