আব্দুর রাজ্জাক, দিনাজপুর প্রতিনিধি।- করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সচেতনতা মুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় চেম্বার ভবন মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি। এসময় বক্তব্যে তিনি বলেন, মাস্ক, মাস্ক আর মাস্ক। করোনা ওমিক্রন প্রতিরোধে মাস্কই এনে দিবে আমাদের সুরক্ষা। পাশাপাশি সাবান দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে সবসময়। এর বিকল্প নেই।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। এর ব্যতয় ঘটলে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাবেনা। আবার নির্দেশনা না মানলে গুনতে হতে পারে জরিমানা।
চেম্বারের পরিচালক শামিম কবিরের সন্চালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সিভিল সার্জন ডা মো আব্দুল কুদ্দুছ, দিনাজপুর বিএমএ এর সভাপতি ডা এস এম ওয়ারেস।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ সভাপতি জর্জিস আনাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু,
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল পরিচালকসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
Leave a Reply