রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

করোনা মুক্ত হলেন কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৯ বার পঠিত

সুবল চন্দ্র দাস।- করোনাভাইরাস কোভিড-১৯ মুক্ত হয়ে সুস্থ হয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ও তাঁর পুত্র ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন এমপি’র ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান। এর আগে গত ২৬ আগষ্ট করোনা পজেটিভ শনাক্ত হন নূর মোহাম্মদ এমপি ও তাঁর পুত্র ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর। ঢাকায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ শেষে গত ৬ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নমুনা দেন ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর। অন্য দিকে কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মীরের পাড়ার বাসভবনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ শেষে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দেন এমপি নূর মোহাম্মদ। মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে দুজনেরই করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই কিশোরগঞ্জ-২ আসনের দুই উপজেলা কটিয়াদী ও পাকুন্দিয়াবাসীর পাশে থেকে তাঁদের সেবায় নিবেদিত রয়েছেন এ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ। সুদীর্ঘ এই সময়ে এলাকায় অবস্থান করে দিনরাত নিজ আসনের জনগণকে সেবা দেওয়া মানবিক এই মানুষটি গত ২৬ আগষ্ট করোনা ভাইরাস পজেটিভ হয়ে এতদিন নিজেই লড়েছেন অদৃশ্য এই জীবাণুর বিরুদ্ধে। নূর মোহাম্মদ এমপির ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান জানান, করোনাকালীন (মার্চ-আগস্ট) ৬ মাসের মধ্যে ৫ মাসেরও বেশি সময় নির্বাচনী এলাকার জনগণের সাথে আছেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। কটিয়াদী-পাকুন্দিয়ার বাজারঘাট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় গিয়ে তিনি মানুষের খোঁজ খবর নিয়েছেন। সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে অসহায় মানুষজনকে সাহায্য সহযোগিতা করে আসছেন। মামুনুর রহমান আরো জানান, বর্তমানে সংসদ সদস্য মহোদয় ভালো আছেন। পুরোপুরি সুস্থ হয়ে আবারো তিনি এলাকার মানুষের সেবায় নিয়োজিত হবেন। এজন্যে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com