রংপুর প্রতিনিধি।- রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে কর্মহীন মানুষের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা এ টি এম আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে তাদের আর্থিক সহায়তার টাকা তুলে দেন। এসময় রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে। বুধবার ৮৪ জন কর্মহীন মানুষের মাঝে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার ৭০ জন কর্মহীন হয়ে পড়া ‘হরিজন ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মাঝে ৫শত টাকা করে এই সহায়তা বিতরণ করা হয়।
Leave a Reply