ফজিবর রহমান বাবু।- দিনাজপুরের কাহারোল উপজেলায় গভীর রাতে শীতার্তদের বাড়িতে কম্বল নিয়ে হাজির হলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি শীতার্তদের ডেকে নিয়ে নিজ হাতে কম্বল তুলে দেন এবং খোজ খবর নেন।
১ ডিসেম্বর ২০২১ বুধবার উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কামারপুর আবাসন প্রকল্পে গভীর রাতে হঠাৎ হাজির হন এমপি গোপাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মীর মো. আল কামাহ্ তমাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।
Leave a Reply