কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।- কাহারোলে পাঁচ জন মাদকসেবীর এক মাস করে কারাদন্ড প্রদান। দিনাজপুরের কাহারোল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলী, এস.আই হাসান ফারুক, এ.এস.আই আরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন মাদক সেবকের গ্রেফতার করেন এবং তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই পাঁচ জন মাদকসেবীর ২০১৮সালের মাদক নিয়ন্ত্রণ আইনে এক মাস করে কারাদন্ড প্রদান করেন। সাজা প্রাপ্তরা হলেন, বীরগঞ্জ উপজেলার মাকরাই গ্রামের মৃত ওসমান গণির পুত্র রাজু, চন্দ্র কান্ত রায়ের পুত্র জগদীশ চন্দ্র রায় ও চৌরঙ্গী গ্রামের গৌরাঙ্গ চন্দ্র রায়ের পুত্র হরিশ চন্দ্র রায়, কাহারোল উপজেলা সাদীপুর গ্রামের সহিদুল ইসলামের পুত্র পলাশ ও বেরুয়া গ্রামের জিতেন্দ্র রায়ের পুত্র শংকর চন্দ্র রায়।
Leave a Reply