ফজিবর রহমান বাবু ।- ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার বিকেলে দিনাজপুর কাহারোল উপজেলায় ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির চত্বরে বাংলাদেশ সনাতন ধর্ম শিক্ষা ও প্রচার সংঘের আয়োজনে সনাতন ধর্ম শিক্ষা ও প্রচার সংঘ’র বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতাপাঠ ও সনাতন ধর্মীয় (বেদ, রামায়ন, মহাভারত ও গীতা) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ কুমার সিংহ, বাংলাদেশ সনাতন ধর্ম শিক্ষা ও প্রচার সংঘের সভাপতি বিমল চন্দ্র রায়, সাধারন সম্পাদক শৈলেশ চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বার্ষিক সম্মেলন শেষে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতাপাঠ ও সনাতন ধর্মীয় (বেদ, রামায়ন, মহাভারত ও গীতা) কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন এমপি গোপাল।
Leave a Reply