কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল সাবাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। কুয়েত রাজ পরিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ১৪ বছর কুয়েত শাসন করেছেন। ২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবাহ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত বছরও একবার হাসপাতালে ভর্তি হন তিনি।
তাঁর ৮৩ বছর বয়সী সৎ ভাই বর্তমান যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমাদ নতুন আমিরের দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।
Leave a Reply