কটিয়াদী থেকে রনবীর সিংহ।- কিশোরগঞ্জের নিকলীতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদসহ নজরুল ইসলাম (৪৮) ও নূরুল আমীন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি টিম নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের টেংগুরীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নজরুল ইসলাম ও নূরুল আমীন সিংপুর ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিকলী ছাড়াও কিশোরগঞ্জ জেলাসহ বিভিন্ন বিভাগীয় শহরে মাদক ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট তৈরি করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি টিম নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের টেংগুরীয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ও নূরুল আমীনকে আটক করা হয়।নিকলী থানার ওসি মো. সামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিকলী থানায় মামলা দায়েরের পর তাদের কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply