শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরে খাসি এন্ড খাসি  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঢাকার বায়ুর মান মারাত্মকভাবে কমছেঃকরণীয় কী? প্রেসবিজ্ঞপ্তি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ বিশ্বব্যাংকের অর্থায়নে কক্সবাজার-শাহপরীর দ্বীপ মহাসড়কে স্ট্রিট লাইট, সিসি ক্যামেরা ও ফুটওভার ব্রিজ স্থাপন জরুরী দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত বারুনী মেলায় জুয়া বসানোয় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা বাঙালীর সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মদের কাছে বাড়াতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি পীরগঞ্জে হেরোইন গাঁজাসহ ৩ ব্যক্তি গ্রেফতার কাল ১৬ এপ্রিল রংপুরে আসছেন মাননীয় স্পীকার

কিশোরগঞ্জে স্বপ্নের রঙ ধূসর হতে দেখে কৃষকদের মাথায় হাত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৩২ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জ কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে, গত রোববারের ঝড়ে প্রায় ২৬ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। তবে এ সংখ্যা অনেক বেশি বলে দাবি কৃষকদের। কৃষি বিভাগও বলছে অনেক বাড়তে পারে ক্ষতিগ্রস্ত ফসলের জমির পরিমাণ। পরাগায়ন ও গর্ভধারণ পর্যায়ে বিনষ্ট হয়ে গেছে, বিস্তীর্ণ মাঠের বোরো ধান। কষ্টে বোনা ফসল আর কিছুদিন পরই সোনালী রঙ ধারণের কথা ছিল। এমন সময় সবুজ ধানের গাছ ধূসর হয়ে পড়ায় কৃষকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। রোববার বিকালেও মাঠের সবুজ ধান ক্ষেতের সতেজতা দেখে বাড়ি গেছেন ইটনা হাওরের কৃষক আলাউদ্দিন। কিন্তু সোমবার ক্ষেতের আইলে গিয়ে বুঝতে পারেন, তার সবুজ স্বপ্নগুলো ধূসর হয়ে গেছে। যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। নষ্ট হয়ে যাওয়া ধানে গোছা হাতে নিয়ে ক্ষেতের আইলে বসে পড়েন তিনি। জানালেন, ধার-দেনা করে ৭০ কাটা জমিতে বোরো ধান রোপণ করেছেন। এ জমিকে ঘিরেই ছিল তার সম্ভাবনার হাতছানি। কিন্তু এমন অবস্থায় তিনি চোখে অন্ধকার দেখছেন। আগামী দিনগুলো কীভাবে কাটবে! কীভাবে চলবে পরিবারের ভরণপোষণ আর দেনার মিটবে কীভাবে! তার মতো জেলার বিভিন্ন উপজেলার হাজারো কৃষক পরিবারে এখন সন্তান হারানোর মতোই শোকের ছায়া। জানা গেছে, রোববার সন্ধ্যা থেকে কয়েক ঘণ্টা ধরে কিশোরগঞ্জের ওপর দিয়ে বয়ে যায় ঝড় ও গরম বাতাস। এতে ফ্লাওয়ারিং স্টেজে থাকা বিআর-২৯ জাতের ধানের ছড়া ফেটে ভেতরের সাদা তরল দুধ শুকিয়ে গেছে। সাদা বিবর্ণ হয়ে পড়েছে ধানের গাছ। এদিকে তিন বছর আগে বন্যায় ফসলডুবির ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই আকষ্মিক ঝড়ে ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সহায়তার হাত বাড়াতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তারা। চামড়া বন্দর এলাকার কৃষক মো. কাঞ্চন মিয়া বলেন, হঠাৎ করে গরম হাওয়ায় সবুজ ধানের গাছ আস্তে আস্তে ধূসর হয়ে পড়েছে। পরের দিন রোদ ওঠার পর আমরা বিষয়টি টের পাই। কৃষি বিভাগের তথ্যমতে, পরাগায়ন পর্যায়ে ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রায় ধানের পূর্ণতা ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় ৩৮ ডিগ্রি তাপমাত্রায় প্রচন্ড বেগে বাতাস বয়ে যাওয়ায় জেলার ১৩টি উপজেলায় ২৫ হাজার ৮৯৫ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম। তিনি জানান, গরম হওয়ায় ঠিক কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানা যাবে আরও দু-তিন দিন পর। তবে প্রাথমিকভাবে কৃষি বিভাগের হিসেবে জেলার ১৩টি উপজেলায় ২৫ হাজার ৮৮৫ হেক্টর জমি দুর্যোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪২৫ হেক্টর জমির ধান শতভাগ নষ্ট হয়ে গেছে। অন্যগুলো ২৭.২ ভাগ বিনষ্ট হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩৫৯৫ হেক্টর, হোসেনপুর ২৩০ হেক্টর, পাকুন্দিয়ায় ৭৪০ হেক্টর, কটিয়াদীতে ২৩০৩ হেক্টর, করিমগঞ্জে ৩৮০০ হেক্টর, তাড়াইলে ১৩৯৫ হেক্টর, ইটনায় ৪৭৫০ হেক্টর, মিঠামইনে ১৯৪০ হেক্টর, নিকলীতে ২৬৩৫ হেক্টর, অষ্টগ্রামে ৪৪০ হেক্টর, বাজিতপুরে ২৪০ হেক্টর, কুলিয়ারচরে ১১২ হেক্টর ও ভৈরবে ২৯০ হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার জেলায় ১ লাখ ৬৬ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ৭ লাখ ১১ হাজার ৫৮০ টন চাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com