ভারতের কেরালা রাজ্যে উড়োজাহাজ দুর্ঘটনায় দুই পাইলটসহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। উড়োজাহাজে মোট ১৯১ জন আরোহী ছিলেন। আহতের মধ্যে ১১২ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, উড়োজাহাজটি দুবাই থেকে ফিরছিল। কেরালার পুলিশ প্রধান জানিয়েছেন, উড়োজাহাজে উদ্ধারকাজ চলছে। ধ্বংসাবশেষের ভেতরে এখনো ৪ জন আটকে আছে। বেশির ভাগ আরোহীকেই উদ্ধার করা হয়েছে। নিহত দুই পাইলট হলেন উইং কমান্ডার দীপক বসন্ত সাথে ও ক্যাপ্টেন অখিলেশ কুমার। দীপক ভারতীয় বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন।
Leave a Reply