খুচরা ব্যবসায়ীরা জানান, চাহিদা কমা থাকায় এবং আমদানি করা পেঁয়াজের প্রভাবে সম্প্রতিতে দাম বেশ কমে যায়। তবে কোরবানির ঈদ কাছাকাছি চলে আসায় পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর এ জন্যই দাম কিছুটা বেড়েছে।সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) জানিয়েছে, গত এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম ৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে এবং আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১০ শতাংশ।মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী জানান, গত সপ্তাহে কিছু দেশি পেঁয়াজ ৩০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ২০ টাকা কেজি বিক্রি করেছি। কিন্তু পাইকারিতে যে হারে দাম বেড়েছে তাতে দেশি পেঁয়াজ ৪০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ কেজিতে ২৫ টাকার নিচে বিক্রি করার উপায় নেই।রামপুরার বাসিন্দা কুমার বলেন, গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৩৫ টাকা কেজি কিনেছিলাম অথচ আজ (রোববার) সেই পেঁয়াজের দাম ৪৫ টাকা কেজি চাচ্ছে।
Leave a Reply