শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

ক্রিকেটের খবরা খবর

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৬৭৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- করোনা মহামারীর এই সময় ক্রিকেটারদের খেলায় ফেরানোর লক্ষ্যে হাই পারফর্মেন্স (এইচপি) দলটির জন্য শ্রীলঙ্কায় সফরের চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের মতে জাতীয় দলের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য এইচপি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। যে কারণে বিসিবি। যত দ্রুত সম্ভব ক্যাম্পটি শুরু করতে চায় । এইচপি কার্যক্রমের চেয়ারম্যান সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় অবশ্য বলেছেন,তারা শ্রীলঙ্কায় একটি অনুশীলন ক্যাম্পও করতে পারেন।
বুধবার বিসিবি সদর দপ্তরে হাই পারফর্মেন্স ইউনিটের বৈঠকের পর জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ‘আমরা এইচপি প্রোগ্রাম ও এর আসন্ন সফরগুলো আবার শুরু করতে চাই। যেহেতু আমরা শ্রীলঙ্কা সফরে যেতে চাই, সেহেতু আমাদের প্রস্তুত রাখতে হবে। আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। এই সিরিজ শ্রীলঙ্কায়ও হতে পারে আবার এখানেও আয়োজন হতে পারে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাও বলেছি। জানতে চেয়েছি কিভাবে সফর আয়োজন করা যায়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com