ডেক্স রিপোর্ট।- সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানোর পর অং সান সু চির বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু তাই নয় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। একটি আদালত সুচিকে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন । সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এলএনডি) একজন মুখপাত্র জানান, সু চির বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন ভঙ্গের অভিযোগ আমলে নিয়েছেন আদালত। পুলিশ বলছে, তিনি বেআইনিভাবে ওয়াকিটকি আমদানি করেছেন, যা তাঁর নেপিডোর বাসভবনে পাওয়া গেছে। আটকাবস্থায় তাঁকে আগামী ১৫ ফেব্রæয়ারি পর্যন্ত জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। শুধু সুচি নয় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাঁকেও দুই সপ্তাহের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশ বলছে, করোনা মহামারির সময় নিষেধাজ্ঞা ভেঙে জনসমাগম করেছেন তিনি। তথ্য সুত্রঃ রয়টার্স ।
Leave a Reply