রংপুর প্রতিনিধি।- রংপুরে গঙ্গাচড়ায় একটি মুরগীর খামারে শিয়াল নিধনে বিদ্যুতের তারের পাতানো ফাঁদে স্পৃষ্ট হয়ে মারা গেছেন ওই খামারে মালিক মোফাজ্জল হোসেন নাহিদ নামের এক যুবক। বুধবার সকালে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মুরগীর খামার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার জানান, শিয়ালের হাত থেকে খামারের মুরগি বাঁচাতে ফাঁদ হিসেবে জিআই তার দিয়ে ঘিরে সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন নাহিদ। মঙ্গলবার রাতের যে কোন সময় খামারের ওই বিদ্যুতের লাইনে জড়িয়ে মারা যান তিনি। গত বুধবার সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply