বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ ফজলুর রহমান নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত  রংপুরে মিঠাপুকুর সুদের টাকার বিরোধে হত্যা,গ্রেপ্তার দুই ভাই  পার্বতীপুর সরকারী কলেজের নতুন অধ্যক্ষের যোগদান   গঙ্গাচড়ায় বসুন্ধরা গ্রুপ কর্তৃক বসতভিটা ও আবাদী জমি থেকে উচ্ছেদ পাঁয়তারা বন্ধের দাবি বিরামপুরে ইমাম-খতীব ও উলামাদের নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী গণতন্ত্র দিবস পালন উপলক্ষ্যে রংপুরে  বিএনপি’র প্রস্তুতিমূলক সভা আবু সাঈদ হত্যা: রিমান্ড শেষ না হতেই দুই পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ ফুলবাড়ীতে জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

গঙ্গাচড়া ও বদরগঞ্জে ১৯ ইউপি নির্বাচনে আ.লীগ- ৮, জাপা-৩, স্বতন্ত্র-৫ প্রার্থীর জয়লাভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-চতুর্থ ধাপের নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া ও বদরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টিতে জয় লাভ করেছে আওয়ামী লীগ। আর ৩টিতে জাতীয় পাটি, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৪টিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
সোমবার সকালে নির্বাচন অফিস ও আওয়ামী লীগ দলীয় কার্যালয় সূত্রে বেসরকারি ফলাফলে এসব তথ্য জানা যায়।
ঘোষিত ফলাফলে বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ৪টি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২টিতে এবং স্বতন্ত্র প্রার্থী ৪টিতে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- গোপিনাথপুরে ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হাসান (আনারস), রাধানগর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক (চশমা), রামনাথপুরে শওকত আলী (মোটরসাইকেল), কালুপাড়ায় শহিদুল ইসলাম মানিক (আনারস), গোপালপুরে শামছুল হক (ঘোড়া), কুতুবপুর ইউনিয়নে মোস্তাক আহমেদ চৌধুরী (ঘোড়া), বিষ্ণুপুরে আওয়ামী লীগের প্রার্থী ফিন্দিউল হাসান চৌধুরী শান্ত (নৌকা), মধুপুরে আওয়ামী লীগের প্রার্থী মো. নুর আলম (নৌকা), দামোদরপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আজিজুল ইসলাম সরকার (নৌকা) ও লোহানীপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ডলু শাহ (নৌকা)।
এই উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ৯৩টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিল ২ লাখ ৪ হাজার ৯৪০ জন।
অপরদিকে, গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, ৩টিতে জাতীয় পার্টি, একটিতে বিএনপি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় লাভ করেছে।
নির্বাচিতরা হলেন- গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাজহারুল ইসলাম লেবু (নৌকা), গজঘণ্টা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলী (নৌকা), বড়বিল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শহীদ চৌধুরী (নৌকা), বেতগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাইমিন ইসলাম মারুফ (নৌকা),মর্ণেয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিল্লুর রহমান (মোটরসাইকেল), লক্ষীটারী ইউনিয়নে জাতীয় পার্টির আব্দুল্লাহ্ আল হাদী (লাঙ্গল), নোহালী ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী আশরাফ আলী (লাঙ্গল), কোলকোন্দ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রউফ (লাঙ্গল) এবং আলমবিদিতর ইউনিয়নের বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসেন সুজন (চশমা)।
এই উপজেলার ৯ ইউনিয়নের ১০৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার ছিল ২ লাখ ১৭ হাজার ১৭৩ জন। ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য পদে ৩৬৬ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
রংপুরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুটি উপজেলার ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করণীয় ছিল তা করেছে প্রশাসন। এ নির্বাচনে সবকটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com