নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে যুবলীগের উদ্যোগে আনন্দ র্যালী শহর প্রদক্ষিণ করেছে। আজ বুধবার দুপুরে দিনাজপুর জেলা, শহর ও কোতয়ালী যুবলীগের যৌথ উদ্যোগে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীটি জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, কোতয়ালী যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে শহরের বন্ধন কমিউনিটি সেন্টার হতে বের হয়ে মুন্সিপাড়া, নিমতলা, গণেশতলা, জেল রোড, লিলির মোড় হয়ে পুনরায় কমিউনিটি সেন্টারে ফিরে আসে।
র্যালীশেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের নেতারা। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মী, প্রত্যেক ওয়ার্ড যুবলীগের নেতাকর্মী, কোতয়ালী যুবলীগের অন্যান্য নেতাকর্মী ও চিরিবন্দর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply