গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাঘাটয় বয়স জালিয়াতি করে শিক্ষক মা-মেয়ের চাকুরী হাতিয়ে নেওয়ার অভিযোগের অবশেষে তদন্ত শুরু করেছে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। অভিযোগে জানা যায়, সাঘাটা উপজেলার কালুরপাড়া রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে গত ১৭-০২-২০০৮ তারিখে প্রধান শিক্ষক পদে চাকুরীতে যোগদান করেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছোমেদ আলীর কন্যা শাহনা নুর আখতার। প্রধান শিক্ষক শাহনা নুর আখতারের জন্ম তারিখ ১৫-০৮-১৯৮২। বেসরকারী রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারী করণের সময় প্রধান শিক্ষক শাহনা নুর আখতার মাতা নুর নাহার বেগমের বয়স জালিয়াতি করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ভূয়া কাগজপত্র সৃজন করে সহকারী শিক্ষক পদে মাতা নুর নাহার বেগমকে নিয়োগ দেন। এসময় মা নুরনাহার বেগমের জন্ম তারিখ দেখানো হয় ০১-০৩-১৯৭৯। মা নুর নাহারের বেগমের জম্ম সাল ১৯৭৯ এবং কন্যা শাহনা নুর আখতারের জন্ম সাল ১৯৮২। তাহলে কার জন্ম তারিখ সঠিক ? মা না মেয়ের ? একটি সঠিক হলে অন্যটি জালিয়াতি করা হয়েছে। কেননা মা-মেয়ের জন্ম তারিখের ব্যবধান মাত্র ৩ বৎসর ৫ মাস ১৪ দিন। মাত্র সাড়ে ৩ বছর বয়সের কোন শিশু সন্তন জন্ম দিতে পারেন না।
এ ঘটনায় প্রতিবেদন প্রকাশিত হলে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে তদন্ত শুরু হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী এক আলাপচারিতায় বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply