ছাদেকুল ইসলাম রুবেল।- অযৌক্তিক ভাবে অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধা পৌরএলাকাধীন কলেজ রোডস্থ তিনগাছতলায় এক প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকার যুবকদের আয়োজনে ঘন্টা ব্যাপি এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুমম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, এই রুডে চলাচলকারি কয়েক জন শিক্ষার্থী ও বেশ কয়েক জন সাধারণ যাত্রী। বক্তারা বলেন, তিনগাছতল থেকে জেলা পরিষদ মোড়ের অটো ভাড়া আগে যেখানে পাঁচ (৫) টাকা ছিল তা অযৌক্তিক ভাবে বাড়িয়ে দশ (১০) টাকা করেছেন অটো চালকরা। এতে বিপাকে পড়েছেন এই রাস্তায় চলাচলকারি সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা। তাদের দাবি বিদুৎ এর মূল্য না বাড়ালেও অযৌক্তিক ভাবে ব্যাটারি চালিত যানগুলোর ভাড়া বৃদ্ধি করা হয়েছে । তারা বলেছেন এই রুটে পূর্বের ভাড়ার ন্যায় পাঁচ (৫) টাকা করে দেয়া হবে । এ ভাড়ার বেশি কেউ দাবি করলে তা মানা হবে না । প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানান প্রতিবাদ কারিরা।
উল্লেখ্য তিনগাছতল থেকে জেলাপরিষদ মোড় প্রতিদিন কয়েক শত শিক্ষার্থীসহ হাজারো সাধারণ যাত্রী চলাচল করে ।
Leave a Reply