ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সাঘাটা ও সদর উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পানিতে ডুবে ২ শিশু ও মাটির চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার বিলবস্তা গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মেঘলা খাতুন (২) হাসু মিয়ার মেয়ে হুরায়রা আকতার (৩) বাড়ি উঠানে খেলছিলো। এরপর শিশুরা নিখোঁজ হলে খোঁজাখুঁজি করে স্বজনরা। এক পর্যায়ে বাড়ির পাশের বিলে মেঘলা ও হুরায়রাকে হাবুডুবু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
অপরদিকে সদর উপজেলার পূর্ব বোয়ালী গ্রামস্থ মনজু মিয়া মাটি কাটা শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এদিন দুপুরে মাটির ডিবির নিচে বসে ভাত খাচ্ছিলেন মনজু। এ সময় ধ্বসে মাটির চাপার পড়ে যান তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মনজুকে উদ্ধার করে উদাখালি হাসপাতালে ভর্তি করলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফুলছড়ি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব-অফিসার ছয়ফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তা মনজু মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply